র‌্যাবের কৌশলী পদক্ষেপে বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন উদ্ধার

প্রকাশিতঃ 8:57 pm | April 04, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিভিন্ন কৌশলী পদক্ষেপের সফলতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে অক্ষত উদ্ধার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘র‌্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।’ তবে তাকে কোথা থেকে কীভাবে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তারা পরে এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানায় র‌্যাব।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে শতাধিক সশস্ত্র ব্যক্তি রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালিয়ে ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তারক্ষীসহ অন্তত ২০ জনকে মারধর করে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। এ সময় দুটি লাইট মেশিনগানসহ (এলএমজি) ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় তারা। নগদ টাকার পাশাপাশি পুলিশের অস্ত্রও লুট করে বলে জানা যায়।

এদিকে রামু উপজেলা কম্পাউন্ডের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন নিজাম উদ্দীন। হামলাকারীরা মসজিদে ঢুকে তাকে নিয়ে চলে যায়।

এ ঘটনার পর প্রশাসন ও স্থানীয়রা জানান, কেএনএফ সদস্যরাই এ ঘটনা ঘটিয়েছে। তারা ব্যাংকের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে পাহারায় থাকা আনসার সদস্যদের কাছ থেকে দুটি এসএমজি (লাইট মেশিন গান) ও ৬০টি গুলি, ৮টি চীনা রাইফেল ও ৩২০টি গুলি এবং ৪টি শটগান ও ৩৫টি কার্তুজ নিয়ে গেছে।

এদিকে বৃহস্পতিবার তার মুক্তিপণ হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করে সন্ত্রাসীরা।

কেএনএফ সদস্যদের একের পর এক লুটপাট ও অপহরণের ঘটনায় গতকাল বুধবার এক জরুরি সভা ডেকেছিল শান্তি প্রতিষ্ঠা কমিটি। সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরার জন্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করা হয়। তবে থানচিতে দুটি ব্যাংক থেকে টাকা লুট ও ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় সশস্ত্রগোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে শান্তি প্রতিষ্ঠা কমিটি।

কালের আলো/জিকেএম/এমকে