কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিতঃ 5:05 pm | March 24, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে তাদের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ওই ইউনিটগুলো।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার সুপারবোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে এখন ১২টি ইউনিট কাজ করছে।

কালের আলো/এমএইচ/এসবি