অপরাধবোধ থেকে জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 1:50 pm | January 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অপরাধবোধ থেকেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়-পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন নিয়ে যে সমস্ত কথা এসেছে, যে সমস্ত রিপোর্ট এসেছে তাতে করে প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। এটা জাতির সঙ্গে কঠিন তামাশা হয়েছে।’
এই নির্বাচন বাংলাদেশে নির্বাচনের দীর্ঘস্থায়ী একটি ক্ষতি করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই নির্বাচনের ফলে নির্বাচন প্রতিষ্ঠানটির উপরই মানুষের আস্থা চলে গেল। এই নির্বাচনের ফলে নির্বাচন কমিশনের উপর আস্থা চলে গেল। ’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচনের ফলে রাষ্ট্রের উপর আস্থা চলে যাচ্ছে এজন্য যে রাষ্ট্রযন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে জনগণের প্রতিপক্ষ হিসেবে নামিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রকে যেটা আওয়ামী লীগ করেছে। ’
বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি-দেশের সব সচেতন মানুষ এমনটাই মনে করে জানিয়ে ফখরুল বলেন, ‘ঐক্যফ্রন্ট-বিএনপি আমাদের যে জোট এটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করছি। ’
কালের আলো/এএ/এমএইচএ