বিএনপি-জামায়াতের পক্ষে প্রতিবেদন দিয়েছে টিআইবি : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 1:48 pm | January 16, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

সংসদ নির্বাচন নিয়ে টিআইবি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র।’

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে যে বক্তব্য-গবেষণার কথা বলে টিআইবি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃতপক্ষে বিএনপি-জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়।’

আজ বুধবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজার এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘এবারের নির্বাচন দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে টিআইবির উচিত দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন কাজে মনোযোগ দেওয়া।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়েও মনগড়া প্রতিবেদন দিয়েছিল টিআইবি। আর এজন্য জনগণের কাছে সংস্থাটির ক্ষমা চাওয়া উচিৎ।’

তথ্যমন্ত্রী বলেন, ‘তারা যে গবেষণাগুলোর কথা বলে সেগুলো কোনো সঠিক গবেষণা নয়। বেশিরভাগ প্রতিবেদন হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

কালের আলো/এএ/এমএইচএ

Print Friendly, PDF & Email