দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা মার্শ

প্রকাশিতঃ 8:23 pm | November 11, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রবাদ বলে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু বিশ্বকাপ মিশনের শেষটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের জন্য। পুনের ব্যাটিং স্বর্গে লড়াকু পুঁজি গড়েও সাদামাটা বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হলো টাইগারদের। ৩০৮ রানের রানতাড়ায় নেমে এক মিচেল মার্শের কাছেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট।

রানতাড়ায় নেমে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছিল অস্ট্রেলিয়া। ইনসাইড এজে ট্রাভিস হেডের আউট বাদ দিলে পুরো ইনিংস এককভাবে নিয়ন্ত্রণ করেছেন মিচেল মার্শ। প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন মার্শ। এরপর ১৩২ রানে ওয়ার্নার ফিরে গেল স্টিভেন স্মিথের সঙ্গে গড়েন ১৭৫ রানের জুটি। ওই এক জুটিতেই জয়ের দেখা পায় অজিরা।

১৭ চার আর ৯ ছয়ে সাজানো ছিল মার্শের এই ম্যারাথন ইনিংস। তার ১৭৭ রানের এই ইনিংস বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ ইনিংস খেলেছেন মার্শ।

কালের আলো/এসএমআর