বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ সফরের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা

প্রকাশিতঃ 12:27 pm | November 07, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপের মাঝেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে স্পিন বোলারের আধিক্য রয়েছে। আসন্ন সফরে সফরকারী দল দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে। ২৮ নভেম্বর সিলেটে শুরু হওয়া টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এ সফর। শেষ হবে মিরপুরে। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দলে ফিরেছেন রাচিন রাভিন্দ্র ও গ্লেন ফিলিপস। গত বছরের জানুয়ারিতে মাউন্ট মাউনগানুউতে বাংলাদেশের কাছে হারের পর রাভিন্দ্র দল থেকে বাদ পড়েছিলেন। বিশ্বকাপে তাকে আবার দলে ডাকা হয়। ডাক পেয়েই রানের ফুলঝুড়ি ছুটিয়ে চলেছেন। আট ম্যাচে তার সংগ্রহ ৫২৩। করেছেন তিনটি সেঞ্চুরি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে তিন সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি।

বাংলাদেশ সফরকে কেন্দ্র করে মিচেল স্যান্টনারকেও ফেরানো হয়েছে দলে। ২০২১ সালের জুনে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের ফসল এটি।

দশ বছরের মধ্যে এটিই হবে নিউজিল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর। ২০২০ সালে তাদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিন্তু করোনা ভাইরাসের কারণে সে সফর বাতিল করা হয়।

দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।

কালের আলো/এসএমআর

Print Friendly, PDF & Email