রাজধানীতে তিন বাসে আগুন

প্রকাশিতঃ 6:48 pm | October 28, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর কাকরাইল মোড়ে ও মালিবাগ ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে এবং কমলাপুরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এসব বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সংবাদমাধ্যমকে জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুনে বাস দুটি পুড়ে গেছে। কিন্তু কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

অন্যদিকে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ডিএমপির রমনা থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানা যায়নি।

কালের আলো/ডিএস/এমএইচএ

Print Friendly, PDF & Email