ভাগ্যবান ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 11:09 pm | January 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাগ্যবান। বর্তমান সরকারের তিন মেয়াদের মন্ত্রীদের মধ্যে একমাত্র তারই সুযোগ হয়েছে তিন মেয়াদেই মন্ত্রিসভার সদস্য হিসেবে থাকার।

২০০৯ সালের সরকার গঠনের সময় ওবায়দুল কাদের মন্ত্রীন্ত্রিসভায় স্থান না পেলেও সরকারের মেয়াদের দুই বছরের মাথায় ২০১১ সালের ২৮ নভেম্বর তিনি মন্ত্রী হন। দায়িত্ব পান যোগাযোগমন্ত্রীর।

ওই সময় ওবায়দুল কাদের নিজেই বলতেন তিনি বেলা শেষের মন্ত্রী। এরপর ২০১৪ ও ২০১৯ সালের মন্ত্রিসভায়ও একই মন্ত্রণালয়ে আছেন কাদের।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে সরকার গঠনের সময় ২৩ জন মন্ত্রীসহ ৩১ জন সদস্য মন্ত্রিসভায় স্থান পান। পরে একাধিক দফায় সম্প্রসারণ ও রদবদলে মন্ত্রিসভার সদস্য অর্ধ শতকের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। ২০১৪ সালের সরকার গঠনের সময় ৪৪ জন সদস্য নিয়ে মন্ত্রিসভা শুরু হলেও কয়েক দফায় সম্প্রসারণ ও রদবদল মিলিয়ে ৫৭ জন দায়িত্ব পালন করেছেন। আর এবার ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিন জন উপমন্ত্রীসহ ৪৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে।

কালের আলো/এএম/এমএইচএ

Print Friendly, PDF & Email