গুজবের সত্যতা যাচাইয়ে জরুরী সেবা ৯৯৯

প্রকাশিতঃ 6:54 pm | December 26, 2018

কালের আলো ডেস্ক:

গুজবের সত্যতা যাচাইয়ের জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে সহায়তা নেয়া যাবে। বুধবার (২৬ ডিসেম্বর) পুলিশ হেডকোয়ার্টাস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুজবের বিভ্রান্তি হতে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব সংক্রান্তে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনকালীন নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ।

এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সহায়তা নেয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোন মাধ্যমে প্রকাশিত কোন বিষয় গুজব মনে হলে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা যাবে।

সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে গুজব সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/এএ/এমএইচএ