সদরঘাটে ময়ূর-৭ লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
প্রকাশিতঃ 12:15 pm | June 30, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
শুক্রবার (৩০ জুন) বেলা ১১টায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে মোট ১৩টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জানা গেছে, লঞ্চের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত।
কালের আলো/এমএএইচইউ