ঈদ শুভেচ্ছা জানিয়ে যথাসময়ে বর্জ্য অপসারণের আশ্বাস মেয়র আতিক-তাপসের
প্রকাশিতঃ 12:11 pm | June 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ঢাকাবাসীকে শুভেচ্ছা জানান তারা। এ সময় যথাসময়ে ঢাকা সিটির সব বর্জ্য অপসারণ করা হবে বলে আশ্বাস দেন দুই মেয়র।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ঢাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, আগে বৃষ্টি হলে ঢাকাবাসী আটকে যেত। আজ এত বৃষ্টি হওয়ার পরও কোথাও মানুষের সমস্যা হয়নি।
বর্জ্য অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কত তাড়াতাড়ি বর্জ্যগুলো সরাতে পারব তা নির্ভর করবে এলাকাবাসীর ওপর। এলাকাবাসী যত্রতত্র যেন ময়লাগুলো না ফেলে রাখে। আমরা প্রত্যেককেই বায়োডিগ্রেবল পলিথিন দিয়েছি। আমি অনুরোধ করব প্রত্যেকেই যেন নিজ নিজ ময়লা নির্ধারিত স্থানে নিয়ে ফেলে। আমাদের প্রায় ১১ হাজার কর্মী কাজ করেছে। তাদের সহযোগিতা করবেন।
এসময় কোরবানি দিয়ে যারা বাড়ি চলে যাবেন তাদের পানি জমতে পারে এমন পাত্র উল্টিয়ে রেখে যেতে অনুরোধ করেছেন মেয়র আতিক।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাষ্ট্রীয় পদস্থ ব্যক্তিরাসহ আমরা দুই মেয়র এখানে নামাজ পড়েছি। আমরা প্রথমেই ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। এই জাতীয় ঈদগাহ সুষ্ঠুভাবে তৈরি করা হয়েছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরও কোনও অসুবিধা হয়নি। সব মুসল্লি অত্যন্ত সুষ্ঠুভাবে নামাজে অংশ নিতে পেরেছেন। আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা এভাবেই প্রস্তুতি রাখব যাতে করে আবহাওয়া বৈরী হলেও ঈদের জামাতে কোনও সমস্যা না হয়।
কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে মেয়র তাপস বলেন, বর্জ্য অপসারণে আমাদের দুই সিটি করপোরেশন ব্যাপক কর্মযজ্ঞ থাকে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এ বর্জ্য অপসারণ করতে পারব। গতবারও যেভাবে আমরা সফল হয়েছি, এবার তারও আগে আমরা ঢাকাবাসীকে সুফল দিতে পারব।
তিনি বলেন, আমাদের শাড়ে তিনশ যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে। প্রায় ১০ হাজার জনবল মাঠে কাজ করবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্পন্ন করতে পারব। তবে আমি যেটা আগে নিবেদন করেছি সেটা আবার করব, দুই দিনের মধ্যে যেন সবাই পশু কোরবানির কাজটি সম্পন্ন করেন। কোনোভাবেই তৃতীয় দিনে যেন না যায়।
এর আগে ঈদের দিনেই রাজধানীতে কোরবানির সব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। দ্রুত ও নির্ধারিত সময়ে এ বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশন প্রায় ২০ হাজার কর্মী প্রস্তুত রেখেছে। এর মধ্যে ডিএসসিসি দুপুর দুইটা থেকে শুরু করে ২৪ ঘণ্টা এবং ডিএনসিসি আট ঘণ্টায় এ বর্জ্য অপসারণ করবে বলে জানিয়েছে।
কালের আলো/এমএএইচইউ