ব্র্যাক বিশ্ববিদ্যালয় ‘ইন্ট্রার সেমিস্টার’ ক্রিকেটে চ্যাম্পিয়ন ‘স্প্রিং-১৮’
প্রকাশিতঃ 9:13 pm | June 22, 2023

কালের আলো রিপোর্ট:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রার সেমিস্টার ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ‘স্প্রিং-১৮’ টিম এবং রানার্স আপ হয়েছে ‘স্প্রিং-২২’।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর ইন্দিরা রোড ক্রিকেট একাডেমিতে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
এতে ১০টি দল পরস্পরের সাথে প্রতিযোগিতায় অংশ নেয় এবং সেমিফাইনালে ৪টি এবং ফাইনালে জয়ী হয় টিম ‘স্প্রিং-১৮’।
মাহবুব রহমান এবং হাসিবুল আলভির নেতৃত্বে ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ‘স্প্রিং-২২’ টিম ৬ ওভারে ৭৪ রানের লক্ষ দেয় প্রতিপক্ষকে। জবাবে রাকিবের নেতৃত্বে স্প্রিং-১৮ নির্ধারিত ওভারের ১ বল হাতে রেখে ম্যাচে জয় তুলে নেয় ।

কালের আলো/ডিএস/এমএম