টেলি সামাদ আইসিইউতে

প্রকাশিতঃ 10:53 am | December 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র -আইসিইউতে নেওয়া হয়েছে। শনিবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বুকে ইনফেকশন নিয়ে দুই সপ্তাহ আগে স্কয়ার হাসপাতালে ভর্তি হন টেলি সামাদ। গত বুধবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় টেলি সামাদের। এতে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এর আগে কাকলী জানিয়েছিলেন, অনেকটা ভালো আছেন তার বাবা। তার (টেলি সামাদ) বুকে ইনফেকশন ছিল। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। তবে ওষুধ দেয়ার পর সেরে উঠছেন বাবা। দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যাব।

ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসা চলছে টেলি সামাদের।

টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অর্জন করেছেন নানা সম্মান ও স্বীকৃতি। এ দেশের চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে টেলি সামাদের জনপ্রিয়তা আকাশচুম্বী।

কালের আলো/এএ/এমএইচএ