সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরার আহ্বান এমপি সালাম মূর্শেদী’র
প্রকাশিতঃ 8:19 pm | May 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে বদলে গেছে দেশ। তাই সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
শুক্রবার (২৬ মে) বিকেলে স্থানীয় জে কে এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ এই বার্তা দেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে উল্লেখ করে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, ‘দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ আজ সবক্ষেত্রে উন্নয়নের রোল মডেল।’
তিনি বলেন, ‘জনগণের অব্যাহত সমর্থনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেছেন বঙ্গবন্ধুকন্যা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আগামী দিনেও সকলের অব্যাহত সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। এজন্য গ্রামে-গঞ্জে, হাটে-ঘাটে মাঠে সাধারণ মানুষের কাছে ভিশনারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বহুমাত্রিক উন্নয়নের কথা তুলে ধরতে হবে।’

স্থানীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আ: সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সাবেক জেলা স্বেছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব, আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটন, রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজীব দাস টাল্টু প্রমুখ।
কালের আলো/জিকেএম/এমকে