পুলিশ ভলিবলে চ্যাম্পিয়ন ডিএমপি

প্রকাশিতঃ 10:22 pm | May 19, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো :

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতায় নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুরুষ বিভাগে ঢাকা রেঞ্জ এবং নারী বিভাগে চট্টগ্রাম রেঞ্জ দলকে হারিয়ে ডিএমপি এ গৌরব অর্জন করে ।

শুক্রবার (১৯ মে) বিকালে রাজধানীর শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো: কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় জনাব কামরুল আহসান বলেন, আমাদের বিভিন্ন খেলার ক্লাব আছে, সেখানে আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের লক্ষ্য হলো জাতীয় পর্যায়ে যেন পজিশন লাভ করতে পারি। বাংলাদেশ পুলিশের দুইজন নারী খেলোয়াড় জাতীয় দলে চান্স পেয়েছে, তারা নেপাল যাবে খেলতে। এটা বাংলাদেশ পুলিশের একটা অর্জন। পুরুষ দল থেকেও বিদেশে খেলার চান্স পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিনান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা: আশরাফুজ্জামান বিপিএম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও
বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান খান পিপিএম (বার) এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

তীব্র উত্তেজনাপূর্ণ এ ফাইনালে পুরুষ বিভাগের চূড়ান্ত খেলায় ঢাকা রেঞ্জ টিমকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএমপি।

এর আগে নারী ভলিবলের ফাইনালে ডিএমপির নারী ভলিবল দল চট্টগ্রাম রেঞ্জ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির মোঃ সবুজ বিশ্বাস এবং নারী বিভাগে কাজলি খাতুন সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর যাত্রা শুরু হয়। এ চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ১৭টি দল ও নারী বিভাগে ৬টি দল অংশগ্রহণ করে।

কালের আলো/বিএএ/এমএম