আখাউড়া-আগরতলা রেলপথের উদ্বোধন সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

প্রকাশিতঃ 8:39 pm | May 17, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার পর যেহেতু বড় প্রকল্প উদ্বোধন করা যায় না, তাই এর আগে করা হবে।

বুধবার (১৭ মে) দুপুরে আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এসময় আরও বলেন, নির্মাণের এক বছর পর পরীক্ষামূলক পরিচালনা করানো হবে। এ রেলপথ ডুয়েল গেজে নির্মাণ হলেও শুরুর দিকে মিটার গেজে চলবে। কেননা বাংলাদেশে এখনো মিটার গেজ রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা বাংলাদেশের পুরো রেলপথ ডুয়েল গেজের আওতায় আনা হবে। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত শিগগির ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ শুরু করা হবে।

এ সময় রেলমন্ত্রীর সঙ্গে আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের পরিচালক (বাংলাদেশ অংশ) মো. আবু জাফর মিয়া, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান টেকসমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর শরৎ শর্মা, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা উপস্থিত ছিলেন।

কালের আলো/এআইএ

Print Friendly, PDF & Email