টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 4:37 pm | December 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফেরার ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।
প্রথমে টেস্টে উইন্ডিজদের হোয়াইটওয়াশ ও এরপর ২-১ ব্যবধানে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়। টি-টোয়েন্টি সিরিজেও সেই ধারাবাহিকতাই বজায় রাখার প্রত্যয় ছিল টাইগারদের। কিন্তু তিন ম্যাচের ট-২০ সিরিজের সিলেটে প্রথম ম্যাচে খুব বাজে ভাবে হেরে পিছিয়ে গেছে সাকিব আল হাসানের দল। তাই বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সমতায় ফেরার শেষ সুযোগ।
সম্পূর্ণ ফিট নন অধিনায়ক সাকিব। গেলো কয়েকদিন থেকেই ভুগছেন জ্বরে। তবে টিম ম্যানেজমেন্ট তা নিয়ে চিন্তিত নন। মাঠে নামবেন সাকিব এমনটাই জানানো হয়েছে। বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। বাঁহাতি পেসার আবু হায়দার রনির পরিবর্তে একাদশে আসতে পারেন পেসার রুবেল হোসেনকে।
আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন হওয়ায় মিরপুরের উইকেট কখন কেমন আচরণ করবে তা বলতে পারছেন না কেউই। তবে খানিকটা নিচু আর মন্থর হওয়ায় স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। তবে স্বাভাবিকভাবেই শিশির অনেক বড় একটি ভূমিকা রাখবে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), কেমো পল, ফ্যাবিয়ান অ্যালেন, ওশানে টমাস, শেলডন কোটরেল।
কালের আলো/এএ/এমএইচএ