নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন বার্তায় এগিয়ে চীন
প্রকাশিতঃ 4:46 pm | April 24, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসবে শপথ নেয়ার ১ ঘন্টার কম সময়ের মধ্যে চীনের রাষ্ট্রপতি শি জিন পিং নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
অন্য যে কোনো দেশের আগে চীনের রাষ্ট্রপতির অভিনন্দন চীনের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশগুলোর আগে চীনের রাষ্ট্রপতির অভিনন্দন একটি নতুন ধরণের বার্তা দিলো।
এই বার্তার ভেতর দিয়ে স্পষ্ট হলো যে বাংলাদেশের ব্যাপারে চীন এখন বেশ আগ্রহী। গত কিছুদিন ধরেই বাংলাদেশকে নিয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের যে কূটনৈতিক লড়াই চলছে সেই লড়াইয়ে আপাতত চীন জয়ী হল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
অভিনন্দন বার্তায় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীন ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে উভয় দেশ একে অপরকে শ্রদ্ধা করেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছে এবং উভয়কে সহযোগিতাকে করেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ওই সম্পর্ক সবার জন্য উদাহারণ।
বাংলাদেশ-চীন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়ে চীনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করতে প্রস্তুত।
কালের আলো/বিএএ/এমএইচ