প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আবারও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে : আইজিপি
প্রকাশিতঃ 11:28 am | March 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাধীনতা কীভাবে হয়েছিল একটি প্রজন্ম সেটা ভুলতে বসেছিল মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনি বলেছেন, সেই থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে আবারও দেশ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুলিশ অফিসার্স মেসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনকালে আইজিপি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু কর্নার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, দেশ ও জনগণের প্রতি গভীর মমত্ববোধ এবং আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করছি।
তিনি বলেন, আজ আমাদের পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার বঙ্গবন্ধুকে জানতে পারবেন।

বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে আগামী প্রজন্মের শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা জানার আগ্রহ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন পুলিশ প্রধান।
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার স্থাপনকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম।
এ সময় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম