বীর শহীদদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশিতঃ 11:12 am | March 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৬ মিনিটে দিনের প্রথম প্রহরে চাঁদপুর অঙ্গীকার পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ ক্লাব নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।
কালের আলো/এসবি/এমএম