কবিতায় বসন্ত উৎসব রাঙালেন শিক্ষামন্ত্রী, করতালিতে মুখর মিলনায়তন

প্রকাশিতঃ 6:20 pm | February 14, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

চির নবীন বসন্তের প্রথম দিন। আবার চিরায়ত সুন্দরের প্রতীক ভালোবাসার বিশেষ দিবসও। উৎসবের রঙ মিলেমিশে হয়েছে একাকার। শীতের জীর্ণতা সরিয়ে ঋতুরাজ বসন্ত উৎসবকে নাগরিক কবি শামসুর রাহমানের কবিতায় রীতিমতো রাঙিয়ে দিলেন স্বয়ং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বসন্তের মায়ায় তিনি আবৃত্তি করলেন ‘পারবে কি রুখে দিতে’ শিরোনামের কবিতাটি।

নগর কর্মব্যস্ত জীবনে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও কলেজে আয়োজন করা হয় এ বসন্ত উৎসবের। কলেজটির বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন প্রফেশনাল ভবনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে কবির কবিতার মতোই যেন যুঁইশাখে ফুল ফুটিয়েছে মন্ত্রী। মধ্যযুগের পুঁথি সাহিত্যের ধ্যান-ধারণাকে পাশ কাটিয়ে তিরিশের যুগের কল্লোলের কবিদের সঙ্গে সমতালে দেশের কবিতার উত্তরণ ঘটানোর নায়ক বাঙালি জাতির জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়াত কবি শামসুর রাহমানের ‘পারবে কি রুখে দিতে’ কবিতাটি তাঁর কন্ঠে গোটা অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।

ডা: দীপু মনি আবৃত্তি করে চললেন- ‘এ শহর, আমার এ জন্মশহর উঠেছে হেসে/লেগেছে বাসন্তী রঙ তার ধূসর সত্তায় আজ। কোকিলের কী ব্যাকুল ডাক/কবির হৃদয়ে নিমেষেই জাগায় কাঙ্ক্ষিত চিত্রকল্প/কোকিলের ডাক/উৎফুল্ল তরুণ তরুণীর প্রাণে আনে সুন্দর ও কল্যাণের স্নিগ্ধ রূপ উৎসব-ছন্দিত এই বকুলতলায়…..।’

ততক্ষণে কলেজটির আঙিনায় যেন প্রত্যাশিত বসন্ত এসেছে নবযৌবনের ডাক দিয়ে। ছড়িয়ে দিয়েছে রঙের খেলা। সোনালি রোদের ছোঁয়ায় ঝিরিঝিরি বাতাসে ধরা দিয়েছে বসন্ত। শিক্ষামন্ত্রীর কবিতা আবৃত্তি শুনে মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে কলেজ মিলনায়তন। মিলনায়তনজুড়ে বাসন্তী রঙের গাঁদাফুলের রঙেই সাজা তরুণী আর বাসন্তী রঙের পাঞ্জাবি বা ফতুয়া পরা তরুণদেরও আনন্দে উদ্বেল করে কবি কন্ঠে মন্ত্রীর উচ্চারণ।

পরে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, ‘আমাদের ষড় ঋতু আছে। আমাদের এই ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে বাঙালি—আমাদের সব ঋতুর জন্য গান আছে, কবিতা আছে, বিভিন্ন ঋতুর খাবার আছে, নানান ঋতুর নানান সাজ আছে। সব মিলিয়ে বারবার একেকটা ঋতু আসে, এবং আমাদের জানিয়ে দেয় যে, আমরা বাঙালি, আমাদের যে সংস্কৃতি তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’

রাজধানীর তেজগাঁও কলেজে বসন্ত উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। এতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা ও শামা রহমান। কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মুস্তাফা। এছাড়া কলেজ শিক্ষার্থীরা নৃত্য ও নাটক পরিবেশন করেন।

কালের আলো/এমএএএমকে