রাষ্ট্রপতি পদে যেতে আমার কোনো আগ্রহ নেই : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 3:58 pm | February 05, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে (রাষ্ট্রপতি) যেতে ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই। কেউ আমাকে প্রস্তাবও দেননি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো তোড়জোর দেখা যাচ্ছে না- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কখনো তোড়জোড় হয় নাকি? তোড়জোড়ের ব্যাপার নয়, সময়মতো আমরা আমাদের প্রার্থিতা ঘোষণা করবো। এটা নিয়ম অনুযায়ী হবে। সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনিই এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। সময়মতো জানতে পারবেন।

আলোচনায় থাকা রাষ্ট্রপতি প্রার্থীদের মধ্যে আপনিও আছেন- এ বিষয়ে মনোযোগ আকর্ষণ করলে সেতুমন্ত্রী তিনি বলেন, দেখুন আমি আমার মতামত আগেই বলে ফেলেছি। এটা বার বার বলতে ভালো লাগে না। আমার যদি প্রার্থী হওয়ার আগ্রহ থাকতো আমি প্রকাশ্যে বলতাম। এখানে হাইড অ্যান্ড সিকের কী প্রয়োজন।

‘রাষ্ট্রপতি পদের যে যোগ্যতা দরকার, এ যোগ্যতা আমার আছে বলে মনে হয় না। এ পদে বসার যোগ্যতা আমার নেই- এ কথা আমি বলেছি। আলোচনা হয়তো হতে পারে। কিন্তু আমি আগ্রহী নই বা আমাকে এ ধরনের কোনো প্রস্তাবও কেউ দেননি। আমি নিজে কাজের মানুষ। দৌড়াদৌড়ি, ছুটাছুটি করি। তৃতীয়বার সাধারণ সম্পাদক হয়েছি, দলের অনেক কাজ আমার বাকি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও অনেক কাজ বাকি। দায়িত্ব অসম্পূর্ণ রেখে এত বড় পদে যাবো- ব্যক্তিগতভাবে আমার কোনো আগ্রহ নেই।’ যোগ করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সেগুলো পালন করাই আমার কর্তব্য। এটাই আমার কমিটমেন্ট, নতুন করে কোনো কমিটমেন্ট দিতে চাই না।

রাজনীতিবিদ, নাকি বাইরে থেকে রাষ্ট্রপতি করা হবে- জানতে চাইলে তিনি বলেন, বাইরে না পলিটিশিয়ান, সেটা তো আমি এ মুহূর্তে বলতে পারছি না। এটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলন ব্যর্থ হওয়ায় বিএনপি এখন তলেতলে অন্য কোনো দুরভিসন্ধি করছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে আমাদের। আমাদের আশঙ্কা হচ্ছে- আন্দোলনের টার্গেট ব্যর্থ হওয়ায় বিএনপি এখন আবার আগুণ সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়তে পারে। তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করে অনির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের লালকার্ড, হলুদকার্ডসহ আরও কতকিছু দেখিয়েছে। আমি এখন বলতে পারি- বিএনপির আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা তাদের আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। এখন পর্যন্ত তাদের নিজ দলের নেতাকর্মীরাই মাঠের আন্দোলনে রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি বুঝতে পেরেছে আগামী জাতীয় নির্বাচনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই। ফলে তারা এখন অনির্বাচিত কাউকে ক্ষমতায় আনতে কাজ করছে। তারপরও যাতে আওয়ামী লীগ সরকার গঠন করতে না পারে, সেটাই এখন বিএনপির লক্ষ্য।

নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি ও রাজপথে থাকব। আমরা মাঠ থেকে সরছি না। কারণ বিএনপির আন্দোলন যখনই ব্যর্থ হয় তখনই তারা সন্ত্রাসের পথে যায়। তারা জ্বালাও পোড়াও করে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দাবি করছে তারা একটি বড় দল। তারা যদি বড় দলই হয়, তাহলে নির্বাচনে এসে তারা এটা প্রমাণ করুক। নির্বাচনে না এসে তারা কীভাবে প্রমাণ করবে, তাদের দল দেশের বড় রাজনৈতিক দল।

কালের আলো/এসবি/এমএম