ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়ন বৈধ

প্রকাশিতঃ 6:07 pm | December 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার নাজমুল হুদার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তির শেষ দিনে শুনানি শেষে এ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনে যে মনোনয়নপত্র তিনি দাখিল করেছেন, তাতে কোনো দলের নাম কিংবা স্বতন্ত্র প্রার্থী, কোনোটাই উল্লেখ করেননি হুদা। এজন্যই রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।

প্রসঙ্গত, ব্যারিস্টার নাজমুল হুদা ২০০১ সালের তৎকালীন বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপি থেকে বের হয়ে তৃণমূল বিএনপি নামে একটি দল গঠন করেন। এ দলের মাধ্যমে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) নামের একটি নতুন জোটও তার নেতৃত্বে রয়েছে। এ জোটের সভাপতি তিনি।

কালের আলো/পিএম/এমএইচএ

Print Friendly, PDF & Email