বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মশালা

প্রকাশিতঃ 11:10 pm | December 22, 2022

বশেফমুবিপ্রবি প্রতিবেদক:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপাচার্যে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেবা প্রদান সহজীকরণ এবং সেবা গ্রহীতার কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তিতে সিটিজেন চার্টার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অংশীজনদের সেবা প্রদান নিশ্চিত করা বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) একটি উল্লেখযোগ্য বিষয়।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান সেবা প্রদান প্রতিশ্রুতিও সিটিজেন চার্টার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন দপ্তরের দায়িত্বে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিএ-এর ফোকাল পয়েন্ট ও সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামান।

কালের আলো/এসবি/এমএম