সিয়াম যখন ‘দামাল’র দুর্জয়
প্রকাশিতঃ 4:24 pm | October 08, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
মহামারি ধাক্কার পর মূলত ‘পরাণ’ দিয়ে প্রাণ ফিরেছে প্রেক্ষাগৃহে। জেগে উঠেছে পুরো ঢালিউড। যার রেশ ধরে রেখেছে ‘হাওয়া’ ও ‘অপারেশন সুন্দরবন’। মাঝে ক’টি ভালো-মন্দ ছবি মুক্তি পেয়ে খানিক স্থির হয়ে আছে ইন্ডাস্ট্রি। তবে ফের জেগে ওঠার আভাস দিচ্ছে মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’।
কারণ, এতে সরাসরি যুক্ত রয়েছেন সময়ের চার সফল তারকা রায়হান রাফী, সিয়াম আহমেদ, শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।
ছবিটির প্রথম গান ‘ঘুর ঘুর পোকা’ উন্মুক্ত হয় ২৬ সেপ্টেম্বর। যেখানে দারুণ গানটির সঙ্গে মন ভালোকরা রসায়ন মিলেছে রাজ ও মিমের পক্ষ থেকে। ১১ দিনের মাথায় (৭ অক্টোবর) ছবিটির পক্ষ থেকে অন্তর্জালে এলো আরেক ধামাকা ‘আমি দুর্জয়’। যেখানে মিলেছে সিনেমার আরেক নায়ক সিয়াম আহমেদের চোখজুড়ানো ফুটবল ডেডিকেশন আর মন মাতানো গান।
প্রথম গানে রাজের সঙ্গে মিম ভাগ বসালেও এবার সিয়াম আহমেদকে পাওয়া গেছে মায়ের কোল থেকে মাঠ পর্যন্ত- আপাদমস্তক ফুটবল প্লেয়ার দুর্জয় হিসেবে। এটিকে সিয়াম চরিত্রের সেলফ টাইটেলও বলা যায়। যে গানটির মাধ্যমে নির্মাতা তুলে ধরেছেন ‘দামাল’ ছবির দুর্জয় চরিত্রটিকে। রাসেল মাহমুদের কথায় আরাফাত মহসিনের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।
জন্ম থেকে লোকে বলে/ আমার নাকি দুই পা চলে/ থামাথামি নাই
ফুটবল খেলা শুরু হলে/ উঠতাম এসে মায়ের কোলে/ অবাক সবাই
পায়ের কাছে কিছু পেলে/ হয়ে যেতাম আমি পেলে/ থামাবে কার সাধ্য আছে ভাই…
এমন অসাধারণ কথার সঙ্গে নির্মাতা রায়হান রাফীর ভিজ্যুয়ালাইজেশন প্রমাণ করে, ছবিটির প্রতি তার ও সিয়ামের আত্মিকতা। যা নির্মাতার মন্তব্যেও স্পষ্ট, ‘‘এটি আমার একটি স্বপ্নের প্রকল্প। কারণ এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। আশা করি, ‘পরাণ’ যারা দেখেছেন তারা আরও বড় চমক পাবেন এতে।’’
দুই গানে অন্তত সেই চমক আর ভিন্নতার প্রতিচ্ছবি-প্রতিধ্বনি মিলেছে।
স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’র কাহিনি। শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা। জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর।
কালের আলো/এমএইচ/এসবি