ভারতের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে টাইগ্রেসরা

প্রকাশিতঃ 1:48 pm | October 08, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে হ্যাট্রিক জয়ের লক্ষ্যে খেলতে নেমেছে নিগার সুলতানা জ্যোতি-মুর্শিদা খাতুনরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ দিন অবশ্য ভারতের বিপক্ষে টসে হেরে গেছেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশের নারীরা।

আগের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ী একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শামীমা সুলতানার বদলে দলে এসেছেন লতা মণ্ডল।

এদিকে ভারতের নিয়মিত অধিনায়ক হারমানপ্রিত কৌর এই ম্যাচ খেলছে না। তার বদলে আজ (৮ অক্টোবর) অধিনায়কত্ব করছেন স্মৃতি মান্দানা। এ ছাড়াও আগের দিন পাকিস্তানের বিপক্ষে হারা দল থেকে তিন পরিবর্তন এনেছে দলটি।

বাংলাদেশ একাদশ : মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক, উইকেটরক্ষক), রিতুমনি, লতা মন্ডল, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, সালমা খাতুন, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার।

ভারতের একাদশ : স্মৃতি মান্দানা (অধিনায়ক), শেফালি ভার্মা, এস মেঘানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), কিরণ নাভগিরে, পূজা ভাস্ত্রারাকার, দিপ্তী শর্মা, স্নেহ রানা, রেনুকা সিং, রাজেশ্বরী গায়কোয়াড়।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email