বিপিএলে নতুন মিশনে মাশরাফী!

প্রকাশিতঃ 6:19 pm | September 27, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

আসছে বছর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এবারের আসরে ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে দলগুলোর মালিকানাও নিশ্চিত করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এর মধ্যে নতুন প্রতিষ্ঠান হিসেবে এবার দল পেয়েছে ফিউচার স্পোর্টস লিমিটেড। যারা সিলেট ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে। নতুন এই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বিষয়টি এখনও অফিসিয়ালি ঘোষণা করা না হলেও ঘনিষ্ঠ সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে। যেখানে জানা গেছে, আসছে বিপিএলে সিলেট দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফী। কেবল দলকে নেতৃত্ব নন, সাবেক এই সফল অধিনায়ক ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন।

মাশরাফীর নেতৃত্বেই দল গোছাবে দলটি। এ ছাড়াও সিলেট ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। তার ডেপুটি কোচ হিসেবে থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ।

মাশরাফী বিপিএলের একমাত্র অধিনায়ক হিসেবে চারটি শিরোপা জিতেছেন। এ ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও শিরোপা জিতেছিল মাশরাফীর নেতৃত্বাধীন জেমকন খুলনা।

কালের আলো/এমএইচ/এসবি