১৫ দিনে দেশে ফিরলেন ৩৫৩৮৯ হাজি
প্রকাশিতঃ 12:36 pm | July 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পবিত্র হজ পালন শেষে ১৫ দিন ৯৭টি ফিরতি হজ ফ্লাইটে ৩৫ হাজার ৩৮৯ জন হাজি দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি, সৌদি এয়ারলাইন্সের ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। হজ বুলেটিনের এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৩২ হাজার ৪৯২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম