আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের আপত্তি খারিজ, চলবে রোহিঙ্গা গণহত্যা মামলা

প্রকাশিতঃ 9:29 pm | July 22, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নিষ্ঠুর দমন-পীড়নের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলায় মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক আদালত (আইসিজে)।

শুক্রবার (২২ জুলাই) গণহত্যার মামলায় মিয়ানমারের আপত্তি প্রত্যাখ্যান করে দেন আদালত। এতে আপাতত বিচারকাজ চলতে আর বাধা থাকলো না। রায়ের ফলে মামলার পূর্ণ শুনানির পথ আরও প্রশস্ত হলো। মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যার বিষয়টি বিশ্ব দরবারে উন্মোচিত হবে। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, গত ফেব্রুয়াারিতে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের প্রাথমিক আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) এর রায় পড়ে শোনান আইসিজে সভাপতি বিচারপতি জোয়ান ই ডনোগু।

মিয়ানমারের দাবি ছিল, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলার বিচার করার এখতিয়ার নেই আইসিজের। তবে শুক্রবারের রায়ে আন্তর্জাতিক আদালত বলেছেন, রোহিঙ্গা গণহত্যার বিচার করার পুরো এখতিয়ার রয়েছে তাদের।

আইসিজের বর্তমান প্রেসিডেন্ট জোয়ান ডনাহিউয়ে বলেন, ‘১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন মোতাবেক এর সদস্যরা গণহত্যা বন্ধে উদ্যোগ নিতে পারেন এবং তারা এমন পরিস্থিতিতে উদ্যোগ নিতে বদ্ধপরিকর। সে অনুযায়ী, কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে গাম্বিয়ার পক্ষ থেকে অভিযোগ তোলার পূর্ণ অধিকার রয়েছে বলে মনে করে ১৩ সদস্যের বিচারক প্যানেল।’

আজকের এই রায়ের ফলে মামলাটির শুনানি শুরু হবে। তবে, এই শুনানি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে।

মিয়ানমারের সামরিক জান্তা সরকার সে দেশের ক্ষমতা দখলের পর গণহত্যা মামলার শুনানি প্রশ্নে প্রাথমিক আপত্তি জানায়। মিয়ানমারের প্রাথমিক আপত্তির ওপর গত ২১ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়।

আদালত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট চার দিন আপত্তি বিষয়ে উভয় পক্ষের যুক্তি-পাল্টা যুক্তি শোনেন।

শুনানিতে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী কো কো হ্ল্যাং দেশটির প্রতিনিধিত্ব করেন। এ সময় হ্ল্যাং দাবি করেন—গণহত্যার অভিযোগ শুনানির এখতিয়ার আইসিজের নেই।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email