কমিউনিটি ব্যাংকের ৩৩ তম সভায় বিনিয়োগ প্রস্তাব ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
প্রকাশিতঃ 10:25 pm | July 21, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সভাপতিত্ব করেন। সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য পুলিশের এ্যাডিশনাল আইজি (এ্যাডমিন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, এ্যাডিশনাল আইজি ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এ্যাডিশনাল আইজি (সিআইডি) ব্যারিস্টার মাহবুবুর রহমান, এ্যাডিশনাল আইজি (লজিস্টিকস্ এন্ড এ্যাসেট এ্যাকুইজিসন) এস এম রুহুল আমিন, এ্যাডিশনাল আইজি (এইচআরএম) মো মাজহারুল ইসলাম, এ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপারেশনস) এম. খুরশীদ হোসেন, এ্যাডিশনাল আইজি (এসবি) মো. মনিরুল ইসলাম, এ্যাডিশনাল আইজি (ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান, ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, ডিআইজি (এ্যাডমিন) মো. আমিনুল ইসলাম, ডিআইজি (এফএন্ডডি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) কাজী জিয়া উদ্দিন, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) সুফিয়ান আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মসিহুর রহমান, ড. আবদুল্লাহ আল মাহমুদ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএস/এমএম