শিনজো আবে হত্যা বিশ্বের ক্ষতি: শেখ হাসিনা
প্রকাশিতঃ 8:32 pm | July 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে পুরো বিশ্বের জন্য ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (০৮ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও লেখা এক চিঠিতে বাংলাদেশের জনগণ, সরকার ও নিজের পক্ষে শোক জানান প্রধানমন্ত্রী।
চিঠিতে শেখ হাসিনা বলেন, এই ক্রান্তিলগ্নে, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ককে একটি নতুন অংশীদারত্বে উন্নীত করার ক্ষেত্রে নিজের মেয়াদকালে প্রয়াত এই সাবেক প্রধানমন্ত্রীর অপরিসীম অবদানের কথা আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
শিনজো আবের চিন্তা-চেতনা, দূরদর্শিতা এবং প্রজ্ঞার কারণে এটি শুধু জাপানের নয়, বরং গোটা বিশ্বের ক্ষতি বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, এই অপ্রত্যাশিত দুঃসময়ে জাপানের শোকার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের জনগণও আমার সঙ্গে যোগ দিয়েছে।
জাপানের শোকাহত বন্ধুত্বপ্রতিম জনগণ এবং শিনজো আবের পরিবারের সদস্যদের সাহস ও দৃঢ়তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার কথাও জানান শেখ হাসিনা।
কালের আলো/পিএম/এনএল