পদ্মা সেতু নিয়ে যা বললেন রিয়াজ-ফেরদৌস-নিপুণ

প্রকাশিতঃ 8:58 pm | June 25, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:

বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাফল্যের সাক্ষী হতে নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি শোবিজের অনেক তারকাই হাজির হন।

এদিন মূল অনুষ্ঠান শুরুর আগে ফেসবুক লাইভে বেশ কিছু তারকার সঙ্গে কথা বলেন সাংবাদিক ও লেখক আনিসুল হক। তাদের মধ্যে ছিলেন রিয়াজ, ফেরদৌস, নিপুণ, আফসানা মিমিসহ অনেকেই।

রিয়াজ বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, পদ্মা সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই জননেত্রী শেখ হাসিনাকে। তিনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না।’

ফেরদৌস বলেন, ‘পদ্মা সেতু হলো আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন দেখতে সাহস দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একান্ত সিদ্ধান্ত এবং একাগ্রতায় পদ্মা সেতু আজ চালু হচ্ছে এবং সেটির উদ্বোধন অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ দিন আজ, শ্রেষ্ঠ অর্জন। একটা বিরাট বড় ইতিহাসের সাক্ষী হলাম।’

নিপুণ বলেন, ‘আমার টাকায় আমার সেতু। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ দৃশ্যমান।’

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email