সাকিব কতদিন অধিনায়ক থাকবে বলা মুশকিল : পাপন

প্রকাশিতঃ 8:14 pm | June 02, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রতিটা সিরিজের আগেই সাকিব আল হাসানকে দলে পাওয়া নিয়ে একটা শঙ্কা জাগে। এমনটা হয়ে আসছে লম্বা সময় ধরেই। কখনও পারিবারিক কারণ কিংবা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে জাতীয় দলে থেকেছেন অনুপস্থিত।

টেস্ট ক্রিকেটে অনীহার কথা বেশ কয়েকবার বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। লম্বা সময় ধরে বেছে বেছে ম্যাচও খেলতে দেখা গেছে সাকিবকে।

প্রায় আড়াই বছর দলকে নেতৃত্ব দিয়ে গত মঙ্গলবার টেস্ট দলের দায়িত্ব ছাড়েন মুমিনুল হক। তার দুই দিন পর আজ বৃহস্পতিবার সাকিবকে অধিনায়ক ও লিটন দাসকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

টেস্ট দলে অনিয়মিত থাকা সাকিবের কাঁধে উঠল তৃতীয় দফায় বাংলাদেশ দলের নেতৃত্ব। তবে সাকিব ঠিক কতদিন দায়িত্ব পালন করবেন সেটি বলা কঠিন। এমনটা স্বীকার করে নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার বিসিবিতে অনুষ্ঠিত বোর্ড সভার পর নাজমুল হাসান পাপন জানান, ‘আমার সঙ্গে যা কথা হয়েছে। আমার সঙ্গে না শুধু অনেকের সঙ্গে কথা হয়েছে। আমি যতটুক জানতে পেরেছি, সে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের পর জিম্বাবুয়ের সাথে খেলা আছে। এখন সেখানে সাকিব অনিশ্চিত। তবে কতদিন সাকিব অধিনায়ক থাকবে সেটা বলা মুশকিল।’

এর আগে ২০০৯ সালে প্রথমবার টেস্ট দলের অধিনায়ক হয়ে ১৩ মাস (২০১১ সাল পর্যন্ত) দায়িত্ব পালন করেছিলেন। এরপর দ্বিতীয় দফায় ২০১৭ সালের ডিসেম্বরে আবারও নেতৃত্বে ফেরার পর ২০১৯ সালে ফিক্সিং ইস্যুতে জড়িয়ে ছাড়েন নেতৃত্ব। সব মিলে সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত মোট ১৪টি টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে ৩টি, হেরেছে ১১টি।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email