আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে ইসিতে যাচ্ছে আ’লীগ
প্রকাশিতঃ 5:40 pm | November 18, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় ঐক্যফ্রন্টের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ইসিতে যাবে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি জানান, আওয়ামী লীগের কয়েকজন নেতা ঐক্যফ্রন্টের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে ইসিতে যাচ্ছে।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘শনিবার সুপ্রিম কোর্টে ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে ভোট চেয়েছেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন ঘটেছে। এর প্রতিবাদ জানাতে আমাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে।’
কালের আলো/ওএইচ