কাতারে কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুই বাংলাদেশি উসামা ও আয়েশা

প্রকাশিতঃ 11:07 am | April 13, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

কাতারে জাতীয় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হলেন বাংলাদেশি হাফেজরা। দুই শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি কিশোর ও তরুণী। আধুনিক কাতারের স্থপতি শেখ জাসেম বিন মুহাম্মদ আলথানির নামে কাতারে প্রতি বছর সরকারিভাবে জাতীয় পবিত্র কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ বছর অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তিন শাখার মধ্যে বিদেশিদের জন্য নির্ধারিত দুই শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি দু’জন হাফেজ।

এদের মধ্যে এক শাখায় প্রথম হয়েছেন ১৪ বছর বয়সী বাংলাদেশি কিশোর উসামা এবং অন্য শাখায় প্রথম হয়েছেন বাংলাদেশি তরুণী আয়েশা।

কাতারের ধর্ম মন্ত্রণালয় চলতি রমজানের প্রথম সপ্তাহে এই প্রতিযোগিতার ২৭তম আসরের আয়োজন করেছিল। দেশটির জাতীয় মসজিদে সপ্তাহব্যাপী তিনটি ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর রাজধানী দোহার শেরাটন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারের সনদ ও অর্থ তুলে দেন ধর্মমন্ত্রী গানেম।

আয়োজক কমিটি জানায়, এবারের প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় হাজার প্রতিযোগী। বিজয়ীদেরকে মোট ১২ লাখ কাতারি রিয়াল পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি কিশোর উসামা চৌধুরীর বয়স ১৪ বছর। সিলেট জেলার শাহপরান থানার খাদিমপাড়ায় তার বাড়ি। তার বাবা মাওলানা শিহাবুদ্দীন তিন বছর আগে কাতারে অসুস্থ হয়ে মারা যান। সেখানে তিনি ইমাম হিসেবে কর্মরত ছিলেন। উসামা বর্তমানে কাতারের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়াশোনা করছে। প্রতিযোগিতায় প্রথম হওয়ায় উসামা পেয়েছে এক লাখ কাতারি রিয়াল।

প্রতিযোগিতার অন্য শাখায় প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি তরুণীর নাম আয়েশা। তার বাবার নাম উমর ফারুক। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নে। আয়েশার বোন আজিজা প্রতিযোগিতার আরেকটি শাখায় পঞ্চম স্থান অর্জন করেছে। আয়েশা পেয়েছেন এক লাখ কাতারি রিয়াল এবং আজিজা পেয়েছেন ৫০ হাজার কাতারি রিয়াল। তাদের পক্ষ থেকে বাবা ওমর ফারুক কাতারের ধর্মমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন।

কালের আলো/ডিএস/এমএম