সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লজিস্টিকস্ এরিয়া দল
প্রকাশিতঃ 6:01 pm | April 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল ক্বিরাত ও আযান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ এপ্রিল) সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় লজিস্টিকস্ এরিয়া দল চ্যাম্পিয়ন এবং কুমিল্লা অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ক্বিরাতে লজিস্টিকসর এরিয়া দলের ল্যান্স কর্পোারাল মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম এবং আযানে চট্টগ্রাম অঞ্চল দলের ইউপি ল্যান্স কর্পোরাল আতাউর রহমান প্রথম স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
এর আগে প্রতিযোগিতাটি গত ০৩ এপ্রিল শুরু হয়।
কালের আলেও/ডিএসবি/এমএম