গবিতে ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটের উদ্বোধনী দিনে জমজমাট ক্যাম্পাস
প্রকাশিতঃ 8:35 pm | March 21, 2022

গবি প্রতিনিধি, কালের আলো:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটের উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ছেলদের চারটি ম্যাচের সবই ছিল উত্তেজনায় পরিপূর্ন।
সকালে দিনের উদ্বোধনী ম্যাচে ফলিত গণিত বিভাগ ১০ ওভার খেলা শেষে ২ উইকেটে ১৩৭ রান করলে, ঐ রান তাড়া করতে নেমে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫১ রান সংগ্রহ করে। ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ।
পরের ম্যাচে সিএসই বিভাগের বিপক্ষে আইন বিভাগ প্রথম ব্যাটিং করে ৯৮ রানের টার্গেট ছুড়ে দিলে শেষ ওভারের নাটকীয়তায় ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় সিএসই বিভাগ।
পরের ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ফার্মেসি বিভাগের সামনে ১১৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় মাইক্রোবায়োলজি বিভাগ। কিন্তু মাইক্রোবায়োলজি বিভাগের বোলারদের বোলিং নৈপুণ্যে ৪২ রানের জয় পায় তারা।
দিনের শেষ ম্যাচে ফিজিওথেরাপি বিভাগের বিপক্ষে মেডিক্যাল ফিজিক্স ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ ১০ ওভারে ৯৪ রান সংগ্রহ করে। ৮ উইকেটের বিশাল জয়ে দিন শেষ করে তারা।
আগামী ২২ মার্চ টুর্নামেন্টে ক্রিকেটে মেয়েদের ২ টি ম্যাচ ও ছেলেদের ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কালের আলো/এসবি/এমএম