বাংলাদেশিদের হজের বিষয়ে সৌদির ‘ফরমান’ শিগগির
প্রকাশিতঃ 10:58 pm | March 20, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ’র সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রোববার (২০ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জেদ্দায় তাঁর মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান। এ সময় সৌদি মন্ত্রী জানান, রাজকীয় সৌদি আরব সরকারের পক্ষ থেকে শিগগির এ বিষয়ে ফরমান (ডিক্রি) জারি করা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে জানান, কোভিড-১৯ মহামারি উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য হজে অংশগ্রহণ করার অভিপ্রায়ে বাংলাদেশের হজযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
তিনি বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার পূর্ণসংখ্যক হজযাত্রী প্রেরণের প্রস্তুতির বিষয়টি অবহিত করলে সৌদি হজ মন্ত্রী জানান, আসন্ন সৌদি- বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনকালে হজ যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে।
সাক্ষাৎকালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আরও জানান, ওমরাহ যাত্রীরা পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দায় ২১-২২ মার্চ তারিখে অনুষ্ঠেয় ‘The Conference & Exhibition for Hajj and Umrah services: Transformation Towards Innovation’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণের লক্ষে সৌদি আরব সফর করছেন। আগামী ২৫ মার্চ ধর্ম প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
কালের আলো/বিএস/এমএম