যে কারণে কেন্দ্রীয় চুক্তিতে নেই সাইফউদ্দিন-রাহি

প্রকাশিতঃ 12:46 pm | March 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারের তালিকায় নাম নেই মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু জায়েদ রাহির। শুক্রবার (১১ মার্চ) তাদের বাদ পড়ার কারণ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচিত মিনহাজুল আবেদিন নান্নু।

বিসিবির গত বছরের চুক্তিতে স্থান পেয়েছিলেন মোট ২৪ জন ক্রিকেটার। এবার সেই সংখ্যাটা কমে নেমে এসেছে ২১-এ। বাদপড়াদের মধ্যে একজন রাহি। তার সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, রাহি মাঝখানে অনেক দিন ধরে নিয়মিত হতে পারছে না। এ জন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলবো।

গত বছরের চুক্তিতে সাইফউদ্দিন জায়গা পেয়েছিলেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। এবার কোনো ফরম্যাটেই বিবেচিত হননি তিনি। নান্নু বলেন, সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়েছিল। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হলো সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য অ্যাভাইলেবল হয়ে যাবে, তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে আরও বাদ পড়েছেন সৌম্য সরকার, সাইফ হাসান ও শামীম হোসেন। গত বছর সৌম্য সরকার ও শামীম হোসেন টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। অন্যদিকে সাইফ হাসান ও আবু জায়েদ রাহি ছিলেন টেস্টের চুক্তিতে। এবার এদের কেউই কোনো ফরম্যাটের জন্য মনোনীত হননি। চুক্তিতে নতুন করে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও মাহমুদুল হাসান জয়। রাব্বি ও জয় দুজনেই জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে। এদের মধ্যে ইয়াসির লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। জয় খেলেছেন শুধু টেস্টে, ২ ম্যাচ।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয় রাব্বির। অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪০ রান করেছিলেন তিনি। অন্য দুই ফরম্যাটে তার অভিষেক হয় চলতি বছর। দেশের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন রাব্বি। টেস্টে ১২৩, ওয়ানডেতে ১ ও টি-টোয়েন্টিতে ৮ রান করেছেন তিনি।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অভিষেক টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি, তা-ও সেটা কিউইদের মাটিতে।

কালের আলো/এমএইচ/জেআর