প্রথম বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান বাংলাদেশ মেয়েরা

প্রকাশিতঃ 4:51 pm | February 27, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বমঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন সব খেলোয়াড়রা। এক্ষেত্রে ব্যতিক্রম নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়ে নিগার সুলতানার দল এখন রঙিন স্বপ্ন বুনছে। নিউ জিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জিতে বছরের শুরুতে ইতিহাস সৃষ্টি করেছিল বাংলার ছেলেরা, এবার বিশ্বকাপে কিছু করার সুযোগ মেয়েদের সামনে।

নিউজিল্যান্ডে হচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। অংশ নেওয়া আট দলের একটি বাংলাদেশ। আগামী ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাঘিনীদের বিশ্বকাপ মিশন। এর আগে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জানালেন, প্রথম বিশ্বকাপটা তারা স্মরণীয় করে রাখতে চান।

তিনি বলেন, আমরা এই বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখতে চাই। কারণ এটা আমাদের প্রথম বিশ্বকাপ। নিজেদের সেরাটা দিতে চাই এখানে। আমাদের অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা আমার (অধিনায়ক) কাজটা সহজ করে দেয়। তারা জানে, আমার দলে তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মূল ম্যাচে কী করতে হবে সেটাও তাদের জানা।

নিগার বলেন, আগে যেমনটা বললাম, আমরা সব প্রস্তুতি এখানে নিয়ে নিতে চাই। আমাদের বিশ্বকাপের সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি আমাদের স্কোয়াড দেখেন, অনেক অভিজ্ঞ ও তরুণ আছে, যারা অতীতে ভালো করেছে। আমরা প্রস্তুতি ম্যাচের সব সুযোগ নিতে চাই যেটা মূল ম্যাচে কাজে লাগাতে পারব।

তিনি আরও বলেন, আমার মনে হয় এটা আমাদের সবার জন্য বড় সুযোগ। আপনারা যেমন দেখেছেন, আমরা এটার জন্য অনেক কষ্ট করেছি। আমাদের প্রথম বিশ্বকাপ এটা, আমার মনে হয় এখানে যদি আমরা ভালো করতে পারি। এটা বাংলাদেশ ক্রিকেটে দারুণ প্রভাব রাখবে।

কালের আলো/এমএএইচ/কেআর