হৃদয় মঞ্জিলে ‘কর্মবীর’ মেয়র টিটু, আরোগ্য কামনার বার্তা সামাজিক মাধ্যমেও  

প্রকাশিতঃ 7:14 pm | February 21, 2022

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

কল্যাণ-সহমর্মিতার রাজনীতিই তাঁর ব্রত। বন্ধুর পথ পাড়ি দিয়েছেন। পায়ে পায়ে যেন সরিয়েছেন পাথর। পিতা মুজিবের আদর্শ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অকৃত্রিম স্নেহেই তাঁর পথচলার শক্তি, অনুপ্রেরণা। নগরীর বাসিন্দাদের জন্য নিজের প্রতিদিনের প্রতিটি ক্ষণকে বিলিয়ে দেওয়াই তাঁর পণ।

প্রখর বুদ্ধিমত্তা আর সমৃদ্ধ অভিজ্ঞতায় প্রায় দেড়যুগরে যাত্রাপথে বরাবরই নাগরিক ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো.ইকরামুল হক টিটু। উন্নয়ন-প্রগতিতে একাকার করেছেন নিজেকে। মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ ও যোগ্য নেতৃত্বের ছায়াতলে ইস্পাতকঠিন দৃঢ় মনোভাব নিয়েই এগিয়ে গেছেন।

সব সময় তো বটেই করোনার দু:সময়েও মানবিক রাজনীতির রথে করেছেন আরও গতির সঞ্চার। ছুটোছুটি করেছেন নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দু:স্থ ও অভাবীর জন্য বাড়িয়ে দিয়েছেন সহায়তার হাত। প্রাণঘাতী ভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মুখেও দমে যাননি একবিন্দুও।

কিন্তু হঠাৎ থামতে হয়েছে তাকে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাসায় অসাবধানতাবশত হোঁচট খেয়ে বাম পায়ে আঘাত পেয়েছেন মেয়র টিটু। পায়ে প্লাস্টার করাতে হয়েছে। চিকিৎসকের পরামর্শে ২১ দিনের টানা বিশ্রাম। ফলশ্রুতিতে তাকে এখন দূরেই থাকতেই হচ্ছে প্রাণের নগরীর বাসিন্দাদের থেকেও।

স্বভাবতই বেদনাসিক্ত তাঁর হৃদয়। কারণ, এই নগরীর বাসিন্দারাই যে তাঁর আপন, দুর্বার গতিতে এগিয়ে চলার প্রাণশক্তি। কিন্তু নাগরিক প্রাণভোমরার এই বিশ্রাম যেন অশ্রুসিক্ত করেছে কাছের থেকে দূরের মানুষকেও। দ্রুত নগর পিতার আরোগ্য কামনা করে হয়েছে, হচ্ছে দোয়া ও মিলাদ মাহফিল।

নিজের দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও ব্যক্তি উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল করেছেন। ‘নগর পিতা’ থেকে ‘নগর সেবক’ ইকরামুল হক টিটুর জন্য সাধারণ মানুষের এমন আবেগমথিত শ্রদ্ধা, ভালোবাসা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সঙ্কটের আবর্তে নিমজ্জমান ময়মনসিংহ নগরীকে তিলোত্তমা রূপে উপস্থাপনের পাশাপাশি দলমতের উর্ধ্বে উঠে হৃদয় দিয়ে হৃদয় কেনার সংকল্প-সংগ্রাম ঠিকই তাকে নগরীর বাসিন্দাদের হৃদয় মঞ্জিলে দিয়েছে ঠাঁই। এমনও ঘটেছে, মেয়র টিটু কখনও দেখেননি, চিনেনও না এমনও অনেকেই নিজস্ব উদ্যোগে তাঁর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল করেছেন।

মানুষের জন্য যিনি সঁপে দিয়েছেন নিজেকে তাঁর জন্য স্থানীয় জনসাধারণের হৃদয়ের আকুলতা মেয়রের পরিবার বা ঘনিষ্ঠজনদেরও দারুণভাবে করেছে আবেগ উদ্দীপ্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে মেধা-মনন, সততা-নিষ্ঠা, প্রখর দক্ষতা এবং সৃজনশীল উদার এক রাজনীতিকের আরোগ্য কামনার বার্তা। এটাই কীনা একজন প্রকৃত ‘নগর সেবক’ ইকরামুল হক টিটুর পরিচ্ছন্ন ভাবমূর্তি, ধৈর্য্য, পরিশ্রম আর অনির্বাণ মানবিকতার উজ্জ্বল প্রতিচ্ছবি।

কালের আলো/জিকেএম/এমকে