বিকেলে ১৬ প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিতঃ 10:25 am | January 17, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অংশ হিসেবে আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে যাবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল বিকাল ৪টায় বঙ্গভবনে এই সংলাপে অংশ নেবে।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধিদলের যারা থাকছেন— আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাচন কমিশন গঠন ইস্যুতে ১৬ প্রস্তাব দিবে দলটি। প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হলো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা।

এ ছাড়া জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার, বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর ভোটাধিকার নিশ্চিত করাসহ ১৬টি প্রস্তাব থাকছে এ সংলাপে।

কালের আলো/ডিএস/এমএম