আমি সত্যিই কাজকে মিস করছি: কাদের

প্রকাশিতঃ 10:11 pm | December 19, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। অনেকটা সুস্থ হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগের চেয়েও ওবায়দুল কাদেরের অবস্থা ভালো।

তবে তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। এমন পরিস্থিতিতে কর্মমুখর সময়টাকে মিস করছেন মন্ত্রী। এমনটা নিজেই জানালেন সোস্যাল মিডিয়া ফেসবুকে।

শনিবার (১৮ ডিসেম্বর) এক পোস্টে তিনি লিখেছেন, I Really Miss my Work, I Work Hard Because I Love My Work.

যার মানে দাঁড়ায়, তিনি সত্যিই কাজকে মিস করছেন। তিনি কঠোর পরিশ্রম করেন কারণ তিনি কাজ ভালোবাসেন।

কালের আলো/এসবি/এমএম