ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিতঃ 8:26 pm | November 26, 2021

কালের আলো সংবাদদাতা:

ভোলা সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সন্ত্রাসীদের গুলিতে মো. খোরশেদ আলম টিটু (৩২) নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কানাই নগর গ্রামের তছির আহম্মেদের ছেলে এবং ওই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ধনিয়া নাছির মাঝি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু তার কর্মী সমর্থকদের নিয়ে মদনপুরে বিজয় উৎসব শেষে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়ার নাসির মাঝি ঘাটে আসার পথে তার প্রতিপক্ষ প্রার্থী জামাল উদ্দিন সকেটের সমর্থকরা ট্রলারে হামলা করে।

এ সময় নান্নুর সমর্থক খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত টিটু ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি এলাকার মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে এবং ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এদিকে, টিটু হত্যার বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ভোলা শহরে বিক্ষোভ মিছিল করে যুবলীগ কর্মীরা।

কালের আলো/টিআরকে/এসআইএল