ই-পাসপোর্ট প্রকল্পের নতুন পিডি সাদাত হোসেন

প্রকাশিতঃ 3:34 pm | November 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন।

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুল রহমান খানকে সেনাবহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে, বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) পদে নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বেবিচকের বর্তমান পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল