শেষ হলো সাত কলেজের ভর্তি পরীক্ষা

প্রকাশিতঃ 4:52 pm | November 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা কার্যক্রম।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার ১০টি কেন্দ্রে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি কমিটির দেওয়া তথ্যমতে, এ বছর কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করেছেন ৩০ হাজার ৮২৮ জন। সাতটি কলেজে মোট আসন রয়েছে ১৪ হাজার ৩৫০টি।

সাত মাসের বাচ্চা নিয়ে পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থী জানান, পরিক্ষা দিতে আসতে পারাটাই তার কাছে অনেক ভালো লাগার।

তিনি বলেন, অনেক চিন্তায় ছিলাম বাচ্চাকে নিয়ে পরিক্ষা কিভাবে দিবো। বাইরে ও কিভাবে থাকবে, যদিও ওর বাবা থাকবে। কিন্তু আমার কাছেই তো সারাদিন থাকে। কিন্তু পরিক্ষা তো আর দেওয়া যাবে না। তাই দিচ্ছি।

এছাড়া একজন অভিভাবক জানান, বৃষ্টির মধ্যে আসতে কিছুটা সমস্যা হলেও সঠিক সময়ে আসতে পারায় স্বস্তি লাগছে। তবে করোনার কারণে ছেলের পরিক্ষা প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটে। তবে তিনি আশাবাদী পরিক্ষায় তার ছেলে ভালো করবে।

এ ছাড়াও অনেক অভিভাবকদের ছাতা হাতে দাড়িয়ে ছেলে-মেয়েদের পরিক্ষার শেষ মূহুর্তের প্রস্তুতিতে তাদের তরফ থেকে সাধ্যমতো চেষ্টা করতে দেখা যায়।

কালের আলো/টিআরকে/এসআইএল