ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
প্রকাশিতঃ 1:04 pm | November 13, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ঢাকায় চলে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শনিবার সকালে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় নির্ধারিত সময়ের চার দিন আগেই তারা ঢাকায় চলে এলো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যদি জিতে যেতো তাহলে আগামী ১৪ নভেম্বর ফাইনাল খেলতে হতো। সেক্ষেত্রে তাদের আসতে আরও চারদিন দেরি হতো। কিন্তু তেমন না হওয়ায় শনিবারই ঢাকায় এসে পড়লো পাকিস্তান দল।
করোনাভাইরাসের কারণে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই আগামীকাল রবিবার থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা।
আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট ম্যাচ। আর ৪ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।
কালের আলো/এসবি/এমএম