মামুনুলের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন

প্রকাশিতঃ 4:47 pm | November 03, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। গত ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন মামুনুলের ‘কথিত স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণা।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। এরই মাধ্যমে এই মামলার বিচারকার্য শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দিন আহমেদ।

অ্যাড. রকিবউদ্দিন জানান, গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন এক নারী। ওই মামলায় আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকার্য শুরু হয়েছে। আগামী তারিখে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। ধর্ষণ মামলাটির অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র আসামি মাওলানা মামুনুল হক।

এর আগে সকাল ১০টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। পরে আদালতের গারদখানায় রাখা হয় মামুনুল হককে। পরে তাকে আদালতে তোলা হয়।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হন মামুনুল হক। সে সময় তিনি বিব্রতকর অবস্থায় পড়লে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে এগিয়ে যান। সে সময় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। হামলা হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই শতাধিক যানবাহনেও।

১৮ এপ্রিল গ্রেপ্তারের পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ঝর্ণা। এতে তিনি অভিযোগ করেন, মামুনুল বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত দুই বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন। কিন্তু বিয়ে করবেন বলে আর করেননি।

কালের আলো/টিআরকে/এসআইএল