কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশিতঃ 9:52 pm | October 31, 2021

কালের আলো সংবাদদাতা:
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে আজিজুল ইসলাম (৩৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আজিজুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আজিজুলের সঙ্গে প্রতিবেশী জেসমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর থেকে আজিজুল জেসমিনের ওপর অত্যাচার শুরু করেন। সব অত্যাচার, নির্যাতন সহ্য করেও জেসমিন সংসার করতে থাকেন। এ অবস্থায় জেসমিন অন্তঃসত্ত্বা হন।
এরপরে ২০১৪ সালের ১৮ এপ্রিল বিয়ের ৭-৮ মাস পর জেসমিনকে নির্মম নির্যাতন ও মারধর করে হত্যা করেন স্বামী আজিজুল। এ সময় বিষয়টি জানাজানি হলে কুমারখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে জেসমিনের বাবা বাদী হয়ে আজিজুল ইসলামসহ তার পরিবারের ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন।
মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য-প্রমাণ শেষে ৩১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। সে মোতাবেক রোববার (৩১ অক্টোবর) আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, এ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আজিজুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কালের আলো/টিআরকে/এসআইএল