গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৬
প্রকাশিতঃ 6:18 pm | October 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মো. সাইফুল ইসলামকে (২৬) গলাকেটে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- আজিজুল ইসলাম, মোঃ ইমন খান, মোঃ মেহেদী হাসান হৃদয় প্রকাশ মাসুম, বিজয় আহম্মেদ, আলাউদ্দিন ও মোঃ আরজু মিয়া।
রোববার (২৪ অক্টোবর) র্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরস্থ সেক্টর-২৬ এ মোঃ সাইফুল ইসলামকে অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তার গলা ও পেটে জখম করে ভিকটিমের ইজিবাইক ও ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় সাইফুল ইসলাম মারা যায়।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ শাহ আলম বাদী হয়ে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র্যাব-১ তাৎক্ষনিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৩ অক্টোবর)দিবাগত রাতে র্যাব-১ এর আভিযানিক দল রাজধানীর উত্তরখান ও গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামীকে আটক করে।
এ সময় ধৃত ব্যক্তিদের নিকট হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১ টি ছুরি, ছিনতাইকৃত ০১ টি ইজিবাইক এবং ভিকটিমের ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব।
আসামীরা জিজ্ঞাসাবাদে আরও জানায়, তারা একটি সংঘবদ্ধ অটোরিক্সা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য ১০/১২ জন। ধৃত আসামী আলাউদ্দিন এই ছিনতাই চক্রের মূল হোতা। সে এই ছিনতাই চক্রটিকে নিয়ন্ত্রণ করত। এই চক্রের অপর সদস্য ধৃত অপর আসামী আজিজুল ও আরজু ছিনতাইকৃত ইজিবাইক এবং অন্যান্য মালামাল বিক্রয় করে থাকে। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় ইজিবাইক, অটোরিক্সা, প্রাইভেটকার ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।

কালের আলো/এসবি/এমএম